সফলভাবে সম্পন্ন হলো একুশ শতকের গবেষণা: তরুণদের সম্ভাবনা ও করণীয় সেমিনার

এবং পুরস্কার বিতরণী ও রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশন আয়োজনটি।

সংগঠনের সভাপতি শাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. উদয়ন ভট্টাচার্য। এর পাশাপাশি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানা, ওপেন একসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক জনাব কনক মনিরুল ইসলাম, হাক্কানি পাবলিশার্সের প্রকাশক জনাব গোলাম মোস্তফা এবং ড. মুমিত আল রশিদ স্যার, শিক্ষক, ফার্সি ভাষা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন জিসিএফআইলের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার ও ঢাবি গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা জনাব এস এম সাদেক, সম্মানিত মডারেটর জনাব হাবিবুর রহমান ও জনাব ইমতিয়াজ হাসান স্যার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সম্মানিত সকল উপদেষ্টা মন্ডলী।

আজকের আয়োজনে উপস্থিত ছিল প্রায় দুইশত শিক্ষার্থী। আমাদের প্রয়াস ছিল তরুণ প্রজন্মের কাছে গবেষণার সম্ভাবনার বার্তা পৌঁছে দেয়া। এরই সাথে তাদেরকে গবেষণার বিষয়ে উজ্জীবিত করা। সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজনটিকে সফল করার জন্য।

উল্লেখ্য এ অনুষ্ঠানে ‘গবেষণা নিয়ে ভাবনা পর্ব- ২’-এর বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। এসপিএসএস এন্ড ডাটা এনালাইসিস কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হয়।

এবং ২২ টি রিসার্চ প্রপোজালের মধ্যে থেকে চারটি রিসার্চ প্রপোজাল প্রেজেন্টেশন করা হয়।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *