ইতোমধ্যে যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদে যুক্ত হওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে ফর্ম নিয়েছেন, আপনাদের সবাইকে সুস্বাগতম জানায় আমাদের সংগঠনের পক্ষ থেকে। রিক্রটমেন্ট প্রসেসের সিলেকশন ধাপে আগামীকাল আপনাদের ভাইভা অনুষ্ঠিত হবে।
তারিখ: ২রা ডিসেম্বর, ২০২৩ (শনিবার)
সময়: সকাল ১০:০০ – ৫:০০ পর্যন্ত (রিপোর্টেড টাইম অনুসারে আপনার ভাইভা নেওয়া হবে।
ভেন্যু : কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, রাবি।
বি:দ্র: শনিবার সারাদিন আমাদের ভাইভা কার্যক্রম পরিচালিত হবে, ফোন ও মেসেজে আপনাকে যেই রিপোর্টেড সময়ে আসতে বলা হবে, সেই সময়েই চলে আসবেন।
#RURS
#Research_Society
#Vivavoce