Member Recruitment Campaigning 2022

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (Rajshahi University Research Society ) :

সদস্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল ৪ তারিখ রবিবার থেকে। সপ্তাহব্যাপী চলবে সদস্য সংগ্রহ ও free research campaigning যেখানে academic mail, research GATE, Academy account ফ্রিতে খুলে দেয়া হবে। বুথ থাকছে টুকিটাকিতে, পরিবহন এবং কৃষি অনুষদের পাশে । এছাড়াও অনলাইনে আবেদন করা যাবে।
লিংক: rursbd.org/reg

দেশ ও জাতির কল্যাণে ক্ষেত্রে গবেষণার গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবলার ক্ষেত্রে গবেষণা হতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ মাধ্যম। গবেষণার অমসৃণ পথকে মসৃণ করে দিতে শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় পাশে থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

Research, Renovation,Revolution (গবেষণা, সংস্কার, বিপ্লব) এই স্লোগানকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য –

-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে থেকে গবেষণামুখী করে তোলা এবং এই বিষয়ে বহুমুখী কর্মকান্ড পরিচালনা করা।

-গবেষণার মাধ্যমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ।

-রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি প্রথম সরির গবেষণা সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত করে তোলার জন্য ভূমিকা রাখা।

-গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, যৌক্তিক এবং প্রতিযোগিতামূলক মনের অধিকারী করে তুলতে সহায়তা করা।

আমরা যেভাবে পাশে থাকব –

১.বিভিন্ন কোর্স এর মাধ্যমে গবেষণার ধাপ গুলি সম্পর্কে অবগত করা। এই বিষয়ে আমরা ইতিমধ্যে research methodology course শেষ করেছি।

২.দক্ষ শিক্ষক মন্ডলীদের দ্বারা statistical analysis বিষয়ে কোর্স করানো এবং শিক্ষার্থীদের কে data analysis পারদর্শী করে তোলা।

৩.বিভিন্ন সেমিনারের আয়োজন করা।

৪.রিসার্চ প্রপোজাল থেকে শুরু করে আর্টিকেল প্রকাশ পর্যন্ত শিক্ষার্থীদের সার্বিক সহায়তা করা।

৫.গবেষকগণ এবং গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা।

৬.বিভিন্ন সুপারভাইজার এর অধীনে কাজ করার সুযোগ প্রদান।

৭.Higher Study সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান।
৮.বিভিন্ন ফেলোশিপ এবং স্কলারশিপ এর সুযোগ পেতে সহায়তা করা

৯.আন্তর্জাতিক কনফারেন্স ও রিসার্চ
টুর‍্যে করে অংশগ্রহণের সুযোগ।

আমরা আশা রাখি, গবেষণার প্রত্যেকটি ধাপে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কে এগিয়ে নিয়ে যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ।

আগামী রবিবার থেকে “Member Recruitment Campaign ” এ যুক্ত হয়ে ফরম পূরণের মাধ্যমে আমাদের সদস্য হতে পারবেন। এছাড়াও অনলাইনে ফরম পূরণ করতে নির্দিষ্ট ধাপ অনুসরণ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *