Research In 21’th Century

রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আসন্ন ১৪ই নভেম্বর, ২০২২

 রোজ সোমবার গবেষণা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ লেকচার সেশন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভারতের স্বনামধন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. উদয়ন ভট্টাচার্য। যিনি ‘একুশ শতকে গবেষণা: তরুণদের সম্ভাবনা ও করণীয়’ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডীন অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভগের অধ্যাপক ড. পাপিয়া সুলতানা, ওপেন একসেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-পরিচালক জনাব কনক মনিরুল ইসলাম, হাক্কানি পাবলিশার্সের প্রকাশক জনাব গোলাম মোস্তফা এবং জিসিএফআইলের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার ও ঢাবি গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা জনাব এস এম সাদেক। এছাড়াও উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সম্মানিত মডারেটর, উপদেষ্টা মন্ডলী এবং বিভিন্ন রিসার্চ টিমের সুপারভাইজার শিক্ষকগণ। আমরা জানি, সভ্যতার উন্নতি ও জ্ঞানের ভিত্তিকে প্রসারিত করতে গবেষণা অতীব গুরুত্বপূর্ণ। গবেষণা আমাদের আগ্রহকে অনুসরণ করতে, নতুন কিছু শিখতে, সমস্যা সমাধানের দক্ষতাকে আরো উন্নত করতে এবং নতুন উপায়ে নিজেকে চ্যালেঞ্জ করতে উৎসাহিত করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ এমন একটি ছাত্র সংগঠন যা স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত হতে আগ্রহী করে তোলে। এই মূল লক্ষ্যকে কেন্দ্র করে আয়োজন করা হয় “গবেষণা নিয়ে ভাবনা: পর্ব ২” প্রতিযোগিতার। এই আয়োজনে সাড়া মেলে বিপুল শিক্ষার্থীর। এরই ধারাবাহিকতায় দক্ষতা সম্পন্ন গবেষক তৈরির লক্ষ্যে পরবর্তীতে আয়োজন করা হয়েছিল “SPSS Data Analysis and Referencing Tools” কোর্সের। তার পাশাপাশি মাসব্যাপী আয়োজন করা হয়েছিল “ফ্রী রিসার্চ মেথডোলজি” কোর্সের। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে দুইটি কোর্সই সফলভাবে সম্পন্ন করা হয়। উল্লেখিত দুইটি কোর্স এবং প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে উক্ত লেকচার সেশনের শেষাংশে। একইসাথে অনুষ্ঠিত হবে ‘ফ্রি রিসার্চ মেথডলজি’ কোর্সে অংশগ্রহণকারীদের রিসার্চ প্রোপোজাল প্রেজেন্টেশন। রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ কর্তৃক আয়োজিত ১৪ই নভেম্বরের বিশেষ প্রোগ্রামে আপনাদের সবাইকেই আমন্ত্রণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *